নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারী বাগান এলাকায় বড় ভাই নূরে আলম এর রডের আঘাতে ছোট ভাই আশরাফুল (৪০) এর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার একমাত্র আসামী আদালতে স্বাকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে আসামী নূরে আলম হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, ছোট ভাইকে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন আসামী নূরে আলম। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে বড় ভাই নূরে আলম ছোট ভাই আশরাফুলকে রড দিয়ে আঘাত করে। এতে ছোট ভাই মাটিতে পড়ে গেলে তাকে আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বাদী হয়ে নিহতের মেয়ে তামান্না থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হলে আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।