রাজশাহী মহানগরীতে সাকিব হোসেন (২১) নামের এক যুবককে খুন করার দায়ে তার ছোট ভাই শিমুল হোসেন (১৮) কে করেছে পুলিশ। আটক শিমুল রাজশাহী নগরীর উপকণ্ঠ হাড়ুপুর বাগানপাড়া এলাকার হেলিনের ছেলে। তাকে গলা কেটে হত্যা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বলেন, বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই শিমুলকে নগরীর খড়খড়ি বাইপাস এলাকা থেকে আটক করা হয়েছে। হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বাবা হেলিন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি আছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতের কোন এক সময়ে সাকিবকে হত্যা করা হয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এস/আর