1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট-এর প্রতিযোগিতা সমাপনী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

রাজশাহীতে ব্যুত্থান মার্শাল আর্ট-এর প্রতিযোগিতা সমাপনী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে মুজিব বর্ষ ১৪তম ব্যুত্থান মার্শাল আর্ট-২০২০ এর ২ দিন ব্যাপী জাতীয় সহ-প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। গত ৩০ ডিসেম্বর রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। গতকাল বিকালে এর সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক ডিসকভারী চ্যানেলখ্যাত সুপার হিউম্যান আন্তর্জাতিক গ্রান্ডমাস্টার এমএকে ইউরী বজ্রমুনী। অতিথি ছিলেন রাজশাহী ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী কমিটির সভাপতি মাহফুজুল আলম লোটন, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটএর সভাপতি আবুল বাশার। বিভিন্ন ওজন শ্রেণীতে এই প্রতিযোগিতায় দেশের ২৯টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। নারী

ক্যাটাগরিতে সেরা হয় সানজিদা, খুব ভালো করে পূর্নতা এবং ভালো আফরিন। ৩৮ মাইনাস ওজনে সেরা হয় সোয়াইব, খুব ভালো করে আমিনুল এবং ভালো হাসিন। ৩৮ প্লাস ওজনে সেরা হয় আকাশ, খুব ভালো করে বিশাল এবং ভালো কামরুল। ৪৮ প্লাস ওজনে সেরা হয় রাসিক, খুব ভালো করে সোহেল এবং ভালো তৌফিক। ৫৮ প্লাস ওজনে সেরা হয় ই¯্রাফিল, খুব ভালো করে শাহাদৎ এবং ভালো কামাল। ৬৮ প্লাস ওজনে সেরা হয় রাফিদ, খুব ভালো করে ইব্রাহিম এবং ভালো ফাহিম ফয়সাল। ৭৮ প্লাস ওজনে সেরা হয় মুসফিক, খুব ভালো করে মেহেদী এবং ভালো দীপ্ত। বাংলাদেশ ব্যুত্থান ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST