নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার বিকালে রাজশাহী নিউডিগ্রী কলেজ চত্বরে ব্যুত্থান মার্শাল আর্ট এর সহপ্রতিযোগিতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্যুত্থান মার্শাল আর্ট এর জনক আন্তর্জাতিক গ্রান্ড মাস্টার সুপারহিউম্যান ড. এমএকে ইউরি এতে সভাপতিত্ব করেন এবং ব্যুত্থান মার্শাল আর্ট প্রতিযোগিতায় সহপ্রতিযোগিতা বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এ সময় তিনি উল্লেখ করেন, সহপ্রতিযোগিতার মাধ্যমে একজন প্রতিযোগী শুধুমাত্র বিজয়ী হওয়ার মন মানসিকতা পোষণ করে না, সে তার প্রতিযোগীর দুর্বল দিকগুলো তুলে ধরে তাকে সেদিকে আরো মনযোগী হতে এবং আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। সহপ্রতিযোগিতার ৮টি দিক তুলে ধরে তিনি আরো জানান, বিশ্বে
প্রতিযোগিতায় সহপ্রতিযোগিতার প্রবর্তক ব্যুত্থান মার্শাল আর্ট। এ সময় উপস্থিত ছিলেন ব্যুত্থান মার্শাল আর্ট এর রাজশাহী বিভাগী প্রধান প্রশিক্ষক একে কালাম লিটন, সিনিয়র প্রশিক্ষক সোহেল মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান প্রশিক্ষক মিজানুর রহমান, রাজশাহী কলেজ শাখার প্রশিক্ষক আ. হামিদ, সলমন জুবায়েত গ্রীন, রাশেল, কোর্ট শাখার প্রশিক্ষক রাফিদ, বুধপাড়া শাখার প্রশিক্ষক শাহাদত হোসেন, প্রশিক্ষক মুশফিকসহ বিভিন্ন শাখার প্রশিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
খবর ২৪ ঘণ্টা/এমকে