নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় আনারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। রোববার রাতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জানা গেছে, রোববার রাতে তারাবি নামায পড়ে ফেরার পথে কে দুর্বৃত্তরা আনারুলকে কুপিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে
উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কে বা কারা তাকে কেন খুন করেছে তা জানা যায়নি। এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই শফিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।
আর/এস