নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী শিক্ষাবোর্ডের অস্থায়ী কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনের রাস্তায় এ মানববন্ধন করা হয়। কর্মচারীরা জানান, তারা দীর্ঘ ২০ থেকে ২২ বছর যাবত রাজশাহী শিক্ষা বোর্ডে কর্মরত রয়েছেন। চাকুরী স্থায়ীকরণ না করায় হাইকোর্টের দারস্থ হলে আদালত ৯০ দিনের মধ্যে চাকুরী স্থায়ীকরণের নির্দেশ প্রদান করেন। কিন্তু বোর্ড কর্তৃকপক্ষ ৯০ দিনের মধ্যে চাকুরী স্থায়ীকরণ না করলে কোর্ট অবমাননার দায়ে কনটেমপ অব কোর্ট হয়। পরে আপিল বিভাগে বোর্ড কর্তৃপক্ষ আপিল করলে সেখানে সুপ্রিম কোর্ট চাকুরী বয়সসীমা শিথিল করে
অগ্রাধিকারভিত্তিতে নিয়োগের আদেশ দেন। তারপরও চাকুরী স্থায়ীকরণ না হওয়ায় এ মানববন্ধনের আয়োজন করেন তারা। মানববন্ধণে বক্তরা বলেন, প্রধানমন্ত্রীর ঘরে ঘরে চাকুরী দেবার অঙ্গীকার বাস্তবায়নে অবিলম্বে তাদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। মানবন্ধণে রাজশাহী শিক্ষা বোর্ডের দৈনিজ হাজিরাভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. মুকুল শেখ, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন এবং মামলার বাদী মো. আল-মামুনসহ রাজশাহী শিক্ষা বোর্ডের ৬২ জন অস্থায়ী কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর