ঈদের আগের দিন সকালে রাজশাহী মহানগরীতে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়। প্রথমে কম বৃষ্টিপাত হলেও ধীরে ধীরে বৃষ্টিপাতের গতি বাড়ে। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হলেও জেলার বিভিন্ন উপজেলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
গত কয়েকদিন ধরেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় পড়েছে তীব্র গরম। কয়েকদিন ধরেই দেখা নাই বৃষ্টির। এতে রোপণ করা আমন ধানের মাঠ শুকিয়ে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন হলো বৃষ্টি নামেনি। আজ মঙ্গলবার সকাল থেকেই রাজশাহী মহানগরের আকাশ ঘন কালো মেঘে ঢাকতে শুরু করে। এরপর সকাল ৯ টার দিকে শুরু হয় বৃষ্টি। ঈদের আগের দিন বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তি বাড়বে ঈদ যাত্রাগামী মানুষের। ঈদবাজারেও প্রভাব পড়বে এই বৃষ্টিপাতের। সকাল ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত অব্যাহত ছিল।
এস/আর