নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিষপানে প্রদীপ (১৫) নামের এক হিন্দু কিশোর আত্মহত্যা করেছে। সে নগরীর শাহমখদুম থানাধীন ওমরপুর এলাকার বাবুর ছেলে। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত কিশোর প্রদীপ নিজ বাড়িতে তরল বিষপান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে শাহমখদুম থানা পুলিশ পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। তার পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তার বাড়ির
পাশের একটি মন্দির পাহারা দিতো প্রদীপসহ আরো দু’জন। তার মাথায় একটু সমস্যা ছিলো। সে নেশা করতোও বলে জানা গেছে।এ বিষয়ে নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ওসি জিল্লুর রহমান বলেন, প্রদীপ বিষপান করে আত্মহত্যা করেছে। তার মাথায় সমস্যা ছিল বলে পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে