নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ নকল মশার কয়েল উদ্ধার ও দু’জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে মারুফ উদ্দিন (৪৫) ও নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া গ্রামের গোলজার আলীর ছেলে পিয়ারুল ইসলাম (৩৫)। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের দামকুড়া থানার কাদিপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
গোলাম রুহুল কুদ্দুস জানান, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আরএমপির দামকুড়া থানাধীন কাদিপুর এনামুল হক ওরফে কনকের বাড়িতে অভিযান চালিয়ে মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: কর্তৃক আমদানীকৃত চায়না (নো স্মোক) মশার কয়েলের হুবহু নকল মশার কয়েল উদ্ধার করে। ১০০ টি কলাপাতা রংয়ের কাগজের কাটুন থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মেসার্স রফিক এন্ড কোম্পানী প্রা: লি: এর রাজশাহী বিভাগীয় সেল্স ম্যানেজার বাদী হয়ে দামকুড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।