1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি ধ্বংস, দু’জনের সাজা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

রাজশাহীতে বিপুল পরিমাণ ভেজাল গুড় ও চিনি ধ্বংস, দু’জনের সাজা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় সরকারের অনুমতি ছাড়াই ভেজাল গুড় ও চিনি তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২৫৬৬৫ কেজি ভেজাল গুড়, ১০৫০ কেজি চিনি, ৬২ কেজি চুন, ৪৫ কেজি ফিটকিরি ও ১ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে। সেই সাথে ভেজাল গুড় তৈরির দায়ে বাঘা উপজেলার আড়ানি দিয়ার এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ আলী (৫৫) কে ২০ হাজার টাকা জরিমানা করে ও একই গ্রামের মৃত কুদ্দুস শাহের ছেলে রাজন আলী (৩১) ও সুজন আলী (২২) কে তিন মাসের কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে আরো তিন মাসের সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল

বৃহস্পতিবার ৪.৪০ হতে ৩.২০ পর্যন্ত রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়ানী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। সরকারের অনুমতি ব্যতিত বাড়িতে চিনি, চুন, ফিটকিরি ও ডালডা মিশিয়ে ভেজাল গুড় তৈরীর অপরাধে জাহিদ আলী, রাজন আলী ও সুজন আলীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক জাহিদ আলীকে ২০ হাজার টাকা ও রাজন ও সুজনকে ৩ মাসের সাজা এবং ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। আসামীরা জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে অনাদায়ে আরো ৩ মাসের সাজা দেওয়া হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং আসামীদের রাজশাহী কারাগারে প্রেরণ করা হয়।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST