নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর রেলস্টেশন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ চারজনকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, নগরীর রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকার মৃত মোরশেদের স্ত্রী শেরবানু (৩৫), শাহমখদুম থানার বড়বাড়িয়া এলাকার জুলমত আলীর স্ত্রী সালেহা (৪১), ও বোয়ালিয়া থানার বিহারী কলোনি এলাকার হায়দার আলীর স্ত্রী জরিনা বেগম (৫০) ও চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকার জালাল শেখের স্ত্রী সেলিনা বেগম। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের
একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরের রাজশাহী রেলওয়ে থানাধীন রাজশাহী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে MARGO সাবান, 100 গ্রাম MADE IN INDIA 65 (পিস) wcm 2| Junior Horlicks 500 gm made in India 33 pic 3| PANDIT JEERA 1 KG 06 পিস 4| COMPLAN 23 পিস , 5| COLGATE 198 পিস 6| ZANDU evg 8 wgwj 92 wU 7| SKIN SHINE 15 gm 200 পিস 8| EMAMI 7 OIL 16 পিস
9| GARNIER MEN 09 wU 10| PONDES FACE WASH 100 GM 70 পিস 50 GM 60 পিস 11| ENO FRUIT SOLT 5 GM 730 পিস 12| CLINIC PLUS SHAMPU 6 ML 6100 পিস সহ চার নারীকে আটক করে। আসামীদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-(বি)ধারায় মামলা রুজু করা হয়েছে ।
আর/এস