নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজশাহীর গোদাগাড়ী গোলচত্বর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার একবরপুর আড়াইমারী গ্রামের সামেদ আলীর ছেলে মাসুদ (২০) ও একই থানার রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে মশিদুল (২১)। র্যাব জানায়,
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ২১ জানুয়ারি সোমবার রাজশাহী জেলার গোদাগাড়ী গোল চত্ত¦র হতে নাচোলগামী পাকা রাস্তার পাশে ডাইনপাড়া নামক স্থানে মেসার্স সুমন ট্রেডার্স এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মশিদুল ও মাসুদ ১ হাজার ৫০০ বোতল, ফেন্সিডিল ও একটি নসিমনসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর