নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৭১ হাজার ৪১৩ টাকাসহ দুটি পাথর বোঝাই ট্রাক জব্দ করা হয়। রোববার ভোরে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর মিডিয়া বিভাগ থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিল, ৭১ হাজার ৪১৩ টাকা ও দুটি ট্রাকসহ চারজনকে আটক করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে