রাজশাহী মহানগরীর চন্দ্রিমা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ বিভিন্ন কোম্পানীর নকল ওষুধসহ আনিস নামের একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালায় ।
ওষুধের নকল কারখানা
সেখানে ভুয়া ওষুধ তৈরির কারখানা, নামীদামী কোম্পানির বিভিন্ন ব্যান্ডের ঔষধ, কাঁচামাল উদ্ধার করা হয়েছে। ওষুধের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে ওষুধগুলো পাঠানো হতো। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ডিবির অভিযান অব্যাহত ছিল।
এস/আর,
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।