নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ দেশী মদসহ নাজমুল ইসলাম ওরফে সুমন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার মাদবপুর হরিণখোলা এলাকার কুদরত আলীর ছেলে। ২৩ জুন রাতে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২৩ জুন গভীর রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাজে
সিলিন্দা সাকিনন্থ জনৈক মোঃ তোহরুল ইসলাম এর জমি সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অপারেশন পরিচালনা করে আসামী মোঃ নাজমুল ইসলাম @ সুমনকে এক হাজার ৭০০ বোতল দেশী মদ ও একটি অটোরিক্সাসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর