নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ দেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটককতৃরা হলো, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়া সুইপার কলোনি এলাকার শ্রী উজ্জলের ছেলে শ্রী স্বজল (২০) ও মৃত কৃষ্ণলালের ছেলে তিলক কুমার (১৯)। বুধবার দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর
সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানাধীন বেতিয়াপাড়া সুইপার কলোনী এলাকায় জনৈক স্বজল জমাদার এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮০০ বোতল দেশি মদসহ তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর