রাজশাহী মহানগরীতে ৪৯৬ বোতল দেশি মদসহ জনি (২৫) নামের এক অটোরিক্সা চালককে আটক করেছে র্যাব-৫। আটক চালক নগরীর মতিহার থানাধীন তালাইমারী ফুলতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে। গত সোমবার (২৮ জুন) রাতে তাকে নগরীর সিটি বাইপাস এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন
সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নগরীর রাজপাড়া থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৪৯৬ বোতল দেশিসহ অটোরিক্সা চালক জনিকে আটক করে। এ সময় তার ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর