রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ দেশী মদসহ জিত রয় (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। ৭ মে শুক্রবার দিবাগত রাতে বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৯৬ বোতল দেশী মদসহ জিতকে আটক করে।
এস/আর