নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৩৬৭ লিটার দেশি মদসহ মিলন গাজী (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এ সময় একটি অটোরিক্সা জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ী নগরীর মতিহার থানাধীন ডাশমারী জাহাজঘাট এলাকার আবুল হোসেনের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় অভিযান চালিয়ে মিলন গাজীকে ৩৬৭.৫ লিটার দেশিমদ ও ১ টি অটোরিক্সাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে