নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ১৮১ লিটার দেশী মদসহ কামাল (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি এলাকার মৃত রমজানের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি,
মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কামালকে ১৮৩.৮৭৫ লিটার দেশী মদসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।