নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোছাঃ রহিমা বেগম (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তাকে কাশিয়াডাঙ্গা থানাধীন বসরীস্থ নদীর ধার থেকে আটক করা হয়। সে নগরীর গুড়িপাড়া এলাকার মিনারুল ওরফে মিনুর স্ত্রী। পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে আরএমপি’র কাশিয়াডাঙ্গা
থানার একটি টিম কাশিয়াডাঙ্গা থানাধীন বসরীস্থ নদীর ধার এলাকা হতে ১৪০০ পিচ ইয়াবাসহ ১৪০০ পিস ইয়াবাসহ রহিমাকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লক্ষ দশ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।