নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাত ১২টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করে। আটককতৃরা হলো, কক্সাজারের রামু থানার পুর্বমেরংলোয়া গ্রামের সারেন্দ্র বড়–য়া ছেলে সুবোধ বড়–য়া মুন্না (২৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুরের সাদেক আলীর ছেলে রুবেল আলী (২৭)। র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব সেখানে অভিযান চালিয়ে ন্যাশনাল ট্রাভেলস বাসে তল্লাশী করে ৬৯০০ ইয়াবাসহ মুন্না ও রুবেলকে আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে