নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীর তেরখাঁদিয়া স্টেডিয়ামে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
রাজশাহী আর্মি ক্যাম্পের ব্যবস্থাপনায় ই-বেঙ্গল (মেক) এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
ক্যাম্পে চক্ষু বিশেষজ্ঞ, মেডিকেল অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ ও সার্জিক্যাল বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগে রোগীদের সেবা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
ক্যাম্পে ডিসপেনসারি, অভ্যর্থনা কেন্দ্র ও অপেক্ষাগারের ব্যবস্থা করা হয়। এবং সেবাপ্রার্থীরা সুসংগঠিতভাবে চিকিৎসাসেবা নিতে পারে সে লক্ষে এ আয়োজন করা হয় ।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।