নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলায় বিনম্র শ্রদ্ধায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকালে নগর ও জেলার সরকারি অফিসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাজশাহী জেলা প্রশাস, বিভাগীয় কমিশনার, জেলা পুলিশ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এর
মধ্যে ছিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ নীরবতা পালন ও দোয়া এবং আলোচনা সভা। শ্রদ্ধা জানান রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার , রাজশাহী জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ এবং জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জেলার ৯টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আর/এস