নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে সজীব (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরীর রাজপাড়া থানার সিপাহীপাড়া এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের কারণে তার বাড়িতে পানি উঠে যায়। মঙ্গলবার রাতে সেই পানি সজিব ছেচছিলেন। এ সময় একটি বৈদ্যুতিক তার পানিতে পড়ে গেলে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের
লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হলে পরিবারের লোকজন নড়েচড়ে উঠেছে মৃত সজীব এমন ধারণা করে আবার তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ৩২ নম্বর ওয়ার্ডে পাঠান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে আবার তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। রামেক হাসপাতাল পুলিশ বক্স এ তথ্য নিশ্চিত করে জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক মারা গেছে। পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।
এমকে