নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রাজমিস্ত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলেন, নগরীর কাশিয়াডাঙ্গা থানার ছোটপুকুরিয়া গ্রামের আরজেদ আলীর ছেলে আহমেদ (২৬) ও হড়গ্রাম এলাকার মুনসুরের ছেলে মোহন (২৬)। আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর গুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার এসআই আব্বাস স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দুপুরে ওই দুই রাজমিস্ত্রী মোহন ও আহমেদসহ তিন জন মিলে নবনির্মিত একটি ভবনের তৃতীয় তলায় নিচ থেকে রশি দিয়ে গ্রীল উঠাচ্ছিল। এ সময় গ্রীলটি রাস্তায় থাকা পোলের বৈদুতিক তারে ঠেকে
যায়। এতে তারা দুইজনসহ অপর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার সাথে কাজ করা অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া অপর রাজমিস্ত্রী সুস্থ রয়েছেন। তার কোন সমস্যা হয়নি। তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পরে সিদ্ধান্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।