নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নগরীর চন্দ্রিমা থানা এলাকার ছোট বনগ্রাম এলাকার সিরাজুলের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
আরএমপির চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাকে কিছু জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
আর/এস