নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাপ আলী (২৩) নামের এক পাইলিং শ্রমিক নিহত ও ওয়াসিম আলী নামের অপর এক শ্রমিক আহত হয়েছেন। আহতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় ভবনের পাইলিং নির্মাণের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ও আহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদন চক গ্রামে।
জানা গেছে, নগরীর টিকাপাড়া এলাকার ক্যামিকো কারখানার পাশে বাড়ি তৈরি করার জন্য সুজন কনট্রাকশন পাইলিংয়ের কাজ করছিল। জমির মালিক রহুল আমিন এ কাজ দেখাশোনা করছে।
বৃষ্টির কারণে শ্রমিকরা পাইলিং কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু মালিক পক্ষ জোর করে সেখানে শ্রমিকদের কাজ করিয়ে নিচ্ছিলো। কাজ করার সময় বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় গোলাপ ও ওয়াসিম। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক গোলাপকে মৃত ঘোষণা করেন। তবে ওয়াসিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমানউল্লাহ বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। থানায় মামলা দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে