নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ নাজমুল ইসলাম (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে তাকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন লিলি সিনেমা হলের মোড়
থেকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী নাজমুলকে একটি বিদেশী পিস্তল ও ৪টি গুলিসহ আটক করে।
আর/এস