নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে একটি বিদেশী পিস্তল, শুটারগান ও একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ লালন (৩৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। সোমবার দিবাগত রাত ১১ টা ১০ মিনিটে রাজশাহী মহানগরীর
কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী লালনকে একটি বিদেশী, পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করে।
এমকে