সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ ট্যালেন্ট ইয়াং এালাইয়েন্স এর ১৯তম প্রতিষ্টাবার্ষিকী সোমবার বিকেলে নগরীর পদ্মা গার্ডেনের একটি চাইনিজ রেষ্টুরেন্টে উদ্্যাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিওয়াইএ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক ভিপি লুৎফুল হায়দার স্বপন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম গোলাম আরিফ। প্রধান আলোচক ছিলেন অত্র সংগঠনের সিনিয়র উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন সিটি কলেজের
সাবেক ভিপি তাজমুলতান টুটুল, এটিএন বাংলার ব্যুরোচীফ সুজাউদ্দিন ছোটন, রাজশাহী কোর্ট এর এপিপি এ্যাডভোকেট মাহফুজুর রহমান টমাস ও নিউ ডিগ্রী কলেজের সাবেক ভিপি তোফায়েল হোসেন রাজু। এছাড়াও সংগঠনের সদস্য ও অন্যান্য যুবক যুবতীরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বজায় রাখতে এবং সুন্দর সমাজ ও দেশ গড়তে যুব সমাজের ভূমিকা অপরিসিম। তারা ইচ্ছা করলে সমাজ তথা দেশ থেকে সকল প্রকার অন্যায়, নির্যাতন, দুর্নীতি ও রাজনৈতিক কলহ বন্ধ করে সুন্দর দেশ গড়তে পারে।
খবর ২৪ ঘণ্টা/আর