নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বিজিবির হাতে গরু ব্যবসায়ীদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নিতে আসা ২ জন প্রতারক আটক হয়েছে। আটক দুইজন সেনা প্রধান ম্যাডামের গৃহ শিক্ষক পরিচয়ে এবং এমইএস এর ঠিকাদার পরিচয়ে দুই প্রতারক ভারত থেকে বর্ডার খুলে দেশে গরু নিয়ে আসবে বলে গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিজিবি ১ ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক ।
বৃহস্পতিবার (২২মে) বিকেলে রাজশাহী বিজিবি ১ ব্যাটেলিয়নের দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আটককৃত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কালিকাপুর গ্রামের মৃত ওয়াজিউল্লাহ মিয়ার ছেলে মো: নিজাম উদ্দিন (৭১) এবং অন্যজন নেত্রকোনা জেলার আটপাড়া থানার খাগড়া গ্রামের মৃত আব্দুর রশিদ খান’র ছেলে মো: মেহেদী হাসান (৫৫)।
সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, এই দুই প্রতারক গত ২০ মে তারিখে ঢাকা থেকে রাজশাহীতে আসেন এবং বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশানে অবস্থান করেন। এদের মধ্যে নিজাম উদ্দিন নিজেকে সেনাপ্রধান ম্যাডামের শিক্ষক বলে দাবি করেন এবং মেহেদী হাসান নিজেকে এম এস এর ঠিকাদার হিসেবে দাবি করেন। স্থানীয় গরু ব্যবসায়ীদের তারা এই বলে আশ্বাস প্রদান করে যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং মহাপরিচালক বর্ডার গার্ড তাদের আশ্বস্ত করেছে যে সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে গরু আনতে কোন অসুবিধা হবে না। এছাড়াও রাজশাহী সেক্টর কমান্ডারের বরাত দিয়ে তারা গরুর ব্যবসায়ীদের জানান, গরু চোরাচালানের উদ্দেশ্যে বর্ডার খুলে দেয়া হবে। শুধুমাত্র নির্বাচিত গরু ব্যবসায়ীরা ভারত থেকে গরু আনতে পারবে বলেও জানান তারা। তবে এ জন্য প্রতি জোড়া গরু ৩৫ হাজার টাকা এবং দশ হাজার গরু বর্ডার পার করে দেয়ার বিনিময়ে ২০ লক্ষ টাকা অগ্রিম দাবি করেন এই প্রতারক চক্র। বিজিবি গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিষয়টি জানতে পেরে দুপুর ১২ টায় তাদের রাজশাহীর বিন্দুর মোড় এলাকার হোটেল গুলশান থেকে আটক করে। তাদের বিরুদ্ধে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অভিনব কায়দায় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে থানায় মামলা দায়েরের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। বিজিবি বলছে, এই ঈদের মৌসুমে ভারতীয় গরু যেন কোন ভাবেই দেশে না প্রবেশ করতে পারে তার জন্য তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।