নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে কলেজ ছাত্রীর প্রেমের অভিনয়ে ফেঁসে গিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্য নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে। আর প্রতারণা করে হাতিয়ে নেয়া কলেজ ছাত্রীর ৫১ হাজার টাকাসহ ৭৬ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জঙ্গলপাড়া পূর্ব পাড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহমুদ হাসান ওরফে বাইজিদ (১৯) ও একই এলাকার আব্দুল খানের ছেলে হাসান খান (১৮)। এরা দু’জনই বিকাশ প্রতারক চক্রের সদস্য। কিন্ত রাজশাহী নিউ ডিগ্রী কিলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রীর প্রেমের ফাঁদে পা দিয়ে ফরিদপুর উপজেলার ভাঙ্গা থেকে নগরে এসে ডিবি পুলিশের হাতে ধরা খায়। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর গোলাম রুহুল কুদ্দুস জানান, চলতি মাসের ১৬ তারিখ দুপুরে
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী মরিয়ম (ছদ্মনাম) এর মোবাইলের নগদ একাউন্ট থেকে বিকাশ প্রতারক চক্রের একটি সংঘবদ্ধদল কৌশলে পিন কোড চুরি করে ৫১ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার পর ওই ছাত্রীর বাবা রোজেট আলী বাদী হয়ে ২৫ তারিখে মহানগর গোয়েন্দা শাখায় একটি অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে ডিসি (ডিবি) তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক চক্রের অবস্থান ও সন্ধান চিহ্নিত করে। পরে প্রতারক চক্রের হাতে টাকা খোয়ানো কলেজ ছাত্রী ভিকটিমকে প্রেমের অভিনয় করে প্রতারক চক্রের সদস্যদের ফরিদপুর জেলার
ভাঁঙ্গা উপজেলা থেকে রোববার বিকেলে কৌশলে রাজশাহী মহানগরের রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড়স্থ মাস্টারসেফ বাংলা রেস্তোরার সামনে নিয়ে আসে। এ সময় পূর্ব থেকে ডিসি ডিবির নের্তৃত্বে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের একটি দল প্রতারক
চক্রের দুই সদস্যকে আটক করে। ওই কলেজ ছাত্রীর সহায়তায় তাদের আটক করতে পারে পুলিশ। তাদের কাছ থেকে কলেজ ছাত্রীর প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৫১ হাজার টাকাসহ বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আরো ২৫ হাজার টাকাসহ মোট ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।