ঢাকাসোমবার , ৮ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে ৮টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

omor faruk
জুলাই ৮, ২০১৯ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিএনটিআই’র অভিযানে ৮ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে সোমবার রাজশাহী মহানগরী, নাটোর এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার পৃথক তিনটি সার্ভিল্যান্স টীম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনকালে ১৪টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, রাজশাহী মহানগরীর সপুরায় অবস্থিত নাবিল কনজুমার প্রোডাক্টে আটা ও চাউলের বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখ

লেখা না থাকা, উপশহর নিউমার্কেটের ফুড কর্ণারের কেক/দই য়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা, নওদাপাড়া বাজারের দাস মিষ্টান্ন ভান্ডারের দইয়ে উৎপাদন ও মেয়াদ লেখা না থাকা, নওদাপাড়া বাজারে খাদিজা জুয়েলার্সে ডিজিটাল ব্যালেন্সে ভরি হিসেবে ক্রয়-বিক্রয় করেন ও অর্ডার বুকে ভরি হিসেবে ক্রয়-বিক্রয় করা, সিরাজগঞ্জের উল্লাপাড়ার আরএফ ডিংকিং ওয়াটারে সিএম লাইসেন্স না থাকা, সলঙ্গার এ্যাঙ্গেল হোটেলে দইয়ের সিএম লাইসেন্স না থাকা, সলঙ্গার রুপালি হোটেলে দইয়ে ওজনে মূল্য লেখা না থাকা ও সিরাজগঞ্জের এশিয়া দই ঘরে ওজনে কম ও মূল্য লেখা না থাকার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।