নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিএসটিআই’র অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসন, ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), রাজশাহী এর উদ্যোগে সোমবার নগরীর বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং একই সাথে পাবনা জেলার সদর উপজেলায় ১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনায় ২২টি স্থগিতকৃত পণ্যের মধ্যে বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা এবং কনফিডেন্স ব্রান্ডের লবণ জব্দ করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো, নগরীর সাহেব বাজারে অবস্থিত মেসার্স শাজাহান
ব্রাদাসে কনফিডেন্স লবণ-১ কেজি ১৭পিস ; ১/৫ কেজি ১৫পিস জব্দ, মেসার্স হক ট্রেডার্স, আরডিএ মার্কেটের কনফিডেন্স লবণ-১ কেজি ০৭পিস, ৫০০ গ্রাম ৫৯পিস জব্দ, মেসার্স মানু ট্রেডার্স, আরডিএ মার্কেট, কনফিডেন্স লবণ-৫০০গ্রাম ৩৫পিস জব্দ, মেসার্স টনি ট্রেডার্স, আরডিএ মার্কেটে কনফিডেন্স লবণ-১ কেজি ২২ প্যাকেট জব্দ করা হয় ও মাজেদ, স্টোর,জালালপুর কনফিডেন্স লবণ-৫ কেজি জব্দ করা হয়।
এস/আর