নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপ মানদন্ড আইনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। কাপড়ের দোকানে অবৈধভাবে গজ ও কাঠি ব্যবহারের দায়ে নগরীর হড়গ্রাম বাজারের মেসার্স নবীন ক্লথ স্টোর ও নিউমার্কেটের নিউ ম্যাচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শারমিন আক্তার। সহযোগিতা করেন, বিএসটিআই রাজশাহীর পরিদর্শক উৎপল কুমার। এছাড়াও একই দিনে বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানের মাধ্যমে মেসার্স আতাউর রহমান, মেসার্স বন্ধু ডিস্ট্রিবিউর ও মেসার্স সুভাস সাহা ইত্যাদি এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের গ্যাস সিলিন্ডারের ওজন পরীক্ষা করে সঠিক পাওয়া গেছে।
এস/আর