নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের সার্টিফাইড কপি অল্প সময়ের মধ্যে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে রাজশাহী সিটি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ৭ জন প্রার্থীর প্রতিনিধি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের প্রার্থী আবু বক্কর সিদ্দিক। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা রাজশাহীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহীর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকতা গত ২ ডিসেম্বর ছোটখাটো ভুলে বেশ কয়েকটি মনোনয়নপত্র বাতিল করে। বাতিল হওয়া মনোনয়নের সার্টিফাইড কপি গ্রহণের জন্য ওইদিনই জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়। আপিল করার জন্য জেলা
প্রশাসকের কার্যালয়ে সার্টিফাইড কপি চাইতে গেলে সকাল থেকে গড়িমসি করে দুপুর বেলায় অফিস থেকে চলে যান। এ ছাড়াও তিনি তার অফিস কক্ষে কয়েকজন সাবেক সংসদ সদস্যের সাথে (প্রার্থীদের) অসাদাচরণ করেন। সার্টিফাইড কপি না পাওয়া গেলে উচ্চ আদালতে আপিল করা যাবে না। লিখিত বক্তব্যে তিনি আরো অভিযোগ করেন, বিএনপির হেভিওয়েট প্রার্থীদের নির্বাচন থেকে দুরে রাখতে এমন আচরণ করা হচ্ছে। সুস্থ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা জেলা প্রশাসকের অপসারণও দাবি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সার্টিফাইড কপি না পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরো জানানো হয়।সংবাদ সম্মেলনে
তিনজন প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও এ্যাড. মতিউর রহমান মন্টু এবং রাজশাহী-১ আসনের প্রার্থী আলফাজ হোসেন উপস্থিত ছিলেন। বাকি ৫ জনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা হলেন, রাজশাহী-১ আসনে ব্যারিষ্টার আমিনুল হকের পক্ষে ব্যারিষ্টার মাহফুজুর মিলন, রাজশাহী-৪ আসনে আব্দুল গফুরের পক্ষে এসএম আরিফ, রাজশাহী-৬ আসনের প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে আকবর হোসেন সরকার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্তসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে