বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এবং রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির আয়োজনে রোববার (১ অক্টোবর) বিকেলে নগরীর বাটার মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপিথর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল ব্যক্তি ও নেতাকর্মীর সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে হাজার হাজার নেতাকর্মী বাটার মোড় হতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সোনাদিঘি মোড় হয়ে সাহবেবাজার বড় রাস্তাসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। সমাবেশস্থল ও মহানগরী মিছিল ও স্লোগানের নগরীতে পরিণত হয়।
বিএ/