নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুই সিটির মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দুই সিটির মেয়রপ্রার্থীর নাম ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আর বরিশালে বিএনপির মেয়রপ্রার্থী থাকবেন মজিবর রহমান সরোয়ার। সিলেটের মেয়রপ্রার্থীর নাম রোববার ঘোষণা করা হয়।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী সিটির বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বরিশালের বর্তমান বিএনপির মেয়র আহসান হাবিব কামালকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। তার জায়গায় এবার বিএনপির হয়ে লড়বেন মজিবর রহমান সরোয়ার।
খবর২৪ঘণ্টা.কম/নজ