নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে। গতকাল শনিবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আয়েশ করোনি, জয়নাল আবেদিন, ইফতিয়ার মাহমুদ ও চারঘাটের সুমন। আটককৃত সবাই উপজেলা পর্যায়ের নেতা।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি সদর আব্দুর রাজ্জাক খান বলেন, রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজন গোদাগাড়ী উপজেলার ও একজন চারঘাট উপজেলার। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।