নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী বুলবুলের গণসংযোগে ককটেল হামলায় সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলাভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার ও দৈনিক নতুন প্রভাতের প্রধান প্রতিবেদক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলের পক্ষে বিএনপি নেতারা সাগরপাড়া বটতলার মোড়ে গণসংযোগ করছিলেন। এ সময় মুখে কাপড় বেঁধে কয়েকজন গণসংযোগস্থলে এসে পর পর তিনি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে সাংবাদিক আদিত্যসহ কয়েকজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে