নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর অদুরে দামকুড়া থানার কসবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি পরিবহনের একটি বাস উল্টে নারী-পুরুষহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় পঞ্চগড় থেকে রাজশাহী হয়ে বিআরটিসির একটি বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলো। পথে বাসটি কসবা এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা একটি বাসের সাথে দুর্ঘটনা এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নারী-পুরুষসহ ১৫ জন যাত্রী হয়।
প্রায় ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের মধ্যে গুরুতর ৪জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে উল্টে পড়ে রয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে