নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাড়ির পাশ থেকে মোস্তাকিন (৪০) নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নগরীর মতিহার থানাধীন কাজলা বউ বাজার গলি এলাকার গোলাম মোস্তফার ছেলে। শনিবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে মতিহার থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ ওসি শাহাদত হোসেন
জানান, স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার কান দিয়ে রক্তপড়ার চিহ্ন রয়েছে। ওসি আরো জানান, মোস্তাকিন মাঝেমধ্যে অটোরিক্সা চালাতো ও নেশাও করতো। ধারণা করা হচ্ছে কোথাও ধাক্কা খেয়ে আহত হয়। বাড়ি না যেতে পেরে হয়তো রাস্তাতেই
তার মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আরএস