নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় শিশু নির্যাতন মামলার বাদীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমরান আলীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুনে ৫টি ছাগল, ২৫টি হাঁস ও মুরগি পুড়ে মারা গেছে। সেই সাথে উপার্জনের একটিমাত্র বাহন ব্যাটারি চালিত ভ্যানটি পুড়ে গেছে। ছাগল বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক ইমরান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির মালিক ইমরান অভিযোগ করে জানান, গত ২০১৫ সালে তার শিশু পুত্র জাহিদ হাসানকে চুরির অপবাদ দিয়ে একই এলাকার রাকিব, নাসির, ফজলুসহ ১৩ জন মিলে নির্যাতন করে। পরে জাহিদকে
নির্যাতনের অভিযোগে তিনি বাদি হয়ে ১৩ জনকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলাটি বিচারাধীন। কিন্তু মামলাটি তুলে নিতে আসামীরা তাকে চাপ দিয়ে আসছিল। বিভিন্নভাবে হুমকি ধামকিও দেয় তারা। ওই মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়। মামলা তুলে না নেয়ায় মঙ্গলবার রাত আড়াইটার দিকে আসামিরা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে স্বপরিবারকে হত্যার চেষ্টা করে। তবে মানুষ বাঁচলেও পুড়ে গেছে তার ছাগাল ও হাঁস-মুরগি। ঘটনাটি পবা থানা পুলিশকে জানানো হয়েছে। খবর
পেয়ে পবা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীর শাহমখদুম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার তারিকুল ইসলাম বলেন, এমন ঘটনা দুঃখজনক। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর