নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা এলাকায় এক বিধবা নারীকে জোরপূর্বক শ্লীলতাহানী করে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ছেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্ণহার থানার ধর্মহাটা জেলাল উদ্দিনের ছেলে মিনারুল ইসলাম। ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে ওই গৃহবধূর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আরএমপির কর্ণহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গত ৮ মাস পূর্বে ওই এলাকার দিনমজুর জুয়েল রানার সাথে তার বিয়ে হয়।
জানা গেছে, ওই গৃহবধূ ২৭ নভেম্বর বেলা ১১টার দিকে নিজ বাড়িতে একা ছিলেন। এ সময় মিনারুল তার বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানী করে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই গৃহবধূ চিৎকার দিলে মিনারুল পালিয়ে যায়। পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে কর্ণহার থানায় একটি অভিযোগ করেন।
তবে নাম না প্রকাশ করার শর্তে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অভিযোগটি বিতর্কিত এসআই শাহিন তদন্ত করছেন। তিনি বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কিছু ব্যবহারকারী প্রতিবাদ করেন। এ বিষয়ে কর্ণহার থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার তুহিন বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ২৭ নভেম্বরের ঘটনা। অভিযোগে ওই গৃহবধূ বলেছেন, তিনি বাড়িতে একা থাকার সময় মিনারুল নামের এক যুবক বাড়িকে প্রবেশ করে জোরপূর্বব শরীরে হাত দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস