নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর তেরখাদিয়া মধ্যপাড়া এলাকার জাহিদ নামের একব্যক্তির বাড়িতে আগুন লেগে নগদ ১ লাখ টাকা ও ফ্রিজ এবং ১ ভরি সোনাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে ওই বাড়ির দ্বিতীয় তলার ৫টি রুমে তিন ভাড়াটিয়া থাকতো। দীর্ঘ সময় প্রচেষ্টার পর ফায়ার
সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ওই বাড়িতে বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথেই তারা রাজশাহী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। আগুনে দ্বিতীয় তলার ভাড়াটিয়া হাফিজুর রহমানের দুটি খাট, সোফা, নগদ ৭৩ হাজার টাকা, ১ ভরি সোনা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। আরেক ভাড়াটিয়া বেলালের খাট, ফ্রিজ, চাল, আলমারি ও নগর ৩৫ হাজার টাকাসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী ফায়ার সার্ভির সহকারী পরিচালক আব্দুল হামিদ।
খবর ২৪ ঘণ্টা/আর