নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী থেকে ৩০৫ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলাম মনির (২৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার মৃত সেলিমের স্ত্রী। ২ নভেম্বর রাতে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ২ নভেম্বর রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন গোপালপুর
মোড়স্থ নাইচ হোটেলের সামনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহন তল্লাশি করে মনিরকে ৩০৫ গ্রাম হেরোইসহ আটক করে। আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।