রাজশাহী মহানগরীতে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৪ রাউন্ড গুলিসহ বশির আহম্মেদ (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ী যুবককে আটককে করেছে ডিবি পুলিশ। আটক যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বগলাউড়ি (ডাক্তারপাড়া) গ্রামের মোঃ পাতু মন্ডলের ছেলে। গত শুক্রবার (১০ সেপ্টেমবর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অস্ত্রসহ যুবক আটকের ঘটনায় রাজশাহী মহাসগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি পুলিশ। সেখানে শনিবার বিকেল সাড়ে ৩টায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে নগর ডিবির উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী একতা পরিবহন বাসে অবৈধ অস্ত্রের চালান যাচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের ওই টিম রাত পৌনে ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান গ্রহণ করে। চাঁপাইনবাবগঞ্জের দিক হতে আসা ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৪০ একতা পরিবহন বাসটি কাশিয়াডাঙ্গা মোড়ে পৌঁছালে ডিবি পুলিশের ওই টিম বাস থামার নির্দেশ দেয়। এর পর সোর্সের দেওয়া তথ্যমতে বাসের যাত্রী আসামী বশির আহম্মেদ (২২)কে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার ট্রাভেল ব্যাগ তল্লাশী করে ২ টি অবৈধ বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ২ টি ম্যাগজিন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আরো জানায়, দীর্ঘদিন যাবত সে ও তার সহযোগীরা অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।