নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বাস চাপায় নিহত স্কুলছাত্রীসহ তিনজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহত ইসমাইল হোসেন পিঙ্কু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলামের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে স্কুলছাত্রী নগরীর শাহমখদুম থানার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের ৭ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আনিকা (১৩) এর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় নিহতদের লাশ পৃথক কবরাস্থনে দাফন করা হয়।আওতায় নিয়ে আসা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি বাসের কোন ত্রুটি থাকে তাহলে বাসের মালিককেও আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যদি না থাকে তাহলে শুধু চালক ও হেলপারকে আইনের আওতায় নিয়ে আসা হবে।উল্লেখ্য, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া বাজারে রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকেন ঢুকে পড়ে। এতে স্কুলছাত্রী ও দুই পথচারী নিহত হয়। পরে স্থানীয়রা যানবাহন ভাংচুর করে।
খবর২৪ঘণ্টা/এমকে