নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে যাত্রীবাহি বাস ও ইমা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ের মুল রাস্তায় এ ঘটনা ঘটে।জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে যাত্রীবাহী বাস ও ইমা গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাগাড়ীতে থাকা যাত্রীরা আহত হয় ও ইমাগাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বোয়ালিয়া
থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত বাস ও ইমা গাড়ী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়ানি। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আমান উল্লাহ বলেন, নগরীর তালাইমারী শহীদ মিনার মোড়ে বাস ও ইমাগাড়ীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ীটি উদ্ধারের চেষ্টা চলছে।
খবর ২৪ ঘন্টা/এমকে